সার-সংক্ষেপ
অন্নদাশঙ্কর আবহমানকালের প্রচলিত ছড়াকেই ধরতে চেয়েছেন নতুন করে। পুরনো ধাঁচ বজায় রেখে। বিশেষত ছোটদের ছড়া । তাঁর আদর্শ ছিল ছেলে ভুলানো ছড়া এবং খুকুমণির ছড়ার নাম না-জানা ছড়াকারদের ছড়া ও ছন্দ। আদর্শে বৈচিত্র্যও যোগ করেছেন। ‘জোর করে নয়, । ছড়া যদি কৃত্রিম হয় তবে তা ছড়াই নয়, তা হালকা চালের পদ্য। তাতে বাহাদুরি থাকতে পারে, কারিগরি থাকতে পারে, কিন্তু আবহমানকাল প্রচলিত খাঁটি দেশজ ছড়ার সঙ্গে মিশ খায় না। মিশ খাওয়ানোটাই আমার লক্ষ্য। ’ ছড়া সমগ্রের সব ছড়াই ছড়া নয়, শিশুতোষ কবিতাও আছে। শিশুতোষ ছিল না আগে, শিশুর জন্য গান বা কবিতা যা-ই রচিত হতো, সবই ছেলে ভুলানো ছড়া। ছড়ার জন্ম মুখে মুখেই।
সন্দেহ নেই, পৌঁছুতে পেরেছেন লক্ষ্যে। তাঁর বহু ছড়ায় প্রবাদ-প্রবচন-গাঁথা যেভাবে উঠে এসেছে, তাতে লোকসাহিত্যের ধারাই প্রবাহিত।