সারসংক্ষেপ
এটা দুর্মর এক প্রথা হয়ে দাঁড়িয়েছে যে রাষ্ট্র ও সকল তথ্য বন্দী থাকবে লালফিতার ফাইলে। নাগরিক বা সাধারণের তা জানার অধিকার নেই। নাগরিককে অধিকারহীন করে রাখার এই প্রথা ও বন্দোবস্তের বিরুদ্ধে প্রশ্ন উঁচানো হয়েছে এ গ্রন্থে। ভারত ও বাংলাদেশের অবিজ্ঞজনেরা লিখেছেন নাগরিকের তথ্য অধিকার বিষয়ক নানা প্রবন্ধ। মিডিয়াকর্মী, মানবাধিকার কর্মী, আইনজীবী এবং সাধারণ পাঠক-সকলকে ঋদ্ধ করবে এই বই।