কৈফিয়ত
গুন্টার গ্রাস সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর বাংলাদেশ ও অন্যান্য দেশের পত্র-পত্রিকার পাতায় গুন্টার গ্রাসের অনেক কবিতার অনুবাদ এবং তাঁকে নিয়ে অনেক নিবন্ধ ছাপা হয়েছে। এগুলো তাঁর সাহিত্য কর্মের উপর ব্যাপক না হলেও কণ্ডিত মূল্যায়ন। তবে প্রকাশিত নিবন্ধগুলোতে গ্রাসকে নিয়ে সম্পূর্ণ আলোচনা হয়েছে। কেন দীর্ঘদিন পর তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হল? এতোদিন কেন পুরস্কার দেওয়া হয়নি? গ্রাসের বাংলাদেশ ভ্রমণ, গ্রাসের সাক্ষাৎকার এর কোনো কিছুই বাদ পড়েনি নিবন্ধগুলোতে।
বহুবিদ প্রতিভার অধিকারী গুন্টার গ্রাসকে নিয়ে লেখা, সাক্ষাৎকার এবং তাঁর কবিতার অনুবাদগুলো একত্রিত করে পাঠকের হাতে তুলে দিতে পারলে সাহিত্য অনুরাগী পাঠকগণ অনেকটা উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। তাই পত্র-পত্রিকায় প্রকাশিত গুন্টার গ্রাসের যাবতীয় অনুবাদ, সাক্ষাৎকার এবং নিবন্ধগুলো একত্রিত করে প্রকাশ করা হল।
বই প্রকাশ করতে গিয়ে যাঁদের লেখা এবং অনুবাদ নিয়ে এই সংকলন তাঁদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করার অধিকার নেই। তবে কৃতজ্ঞতা স্বীকার করছি।
সাইদুজ্জামান রওশন
মিজান রহমান