“কিশোরসমগ্র-২” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
ছড়া জীবন্ত এবং আন্তর্জাতিক। সুরময় ধ্বনিই ছড়ার প্রাণ-কৃত্রিমতা ছড়ার শত্রু। কৃত্রিমতা বর্জিত ধ্বনিসমৃদ্ধ ছন্দবদ্ধ সুরেলা রচনাকেই বলা হয় সার্থক ছড়া।। কিশােরসমগ্র- ২ এর প্রতিটি ছড়ায় এই বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে। কঠিন বিষয়গুলাে সহজ-সরলভাবে, খুব স্বভাবিকভাবে প্রকাশ লাভ করেছে। স্বতুঃস্ফূর্ততার সঙ্গে ধ্বনিময়তা যুক্ত হয়ে ছড়াগুলাে লাভ করেছে। বাড়তি ব্যঞ্জনা। রসবান-প্রাণােচ্ছল ছড়াকার আলম তালুকদারের ছন্দবদ্ধ, প্রাণবন্ত, জীবন্ত উচ্চারণ। তার ছড়াগ্রন্থ। গল্প লিখতে গিয়ে তিনি গল্প বলেছেন তরতর করে, অনায়াসে, টপাটপ অনুপ্রাসের যাদুমন্ত্রে, একদমে। তাঁর কিশােরসমগ্র।২ এর সব গল্প কিশাের মনে উজ্জ্বল স্বপ্নীল আকাশ নির্মাণ করেছেন যুৎসই শব্দ সাজিয়ে । আলম তালুকদার এখানে এক অচিন্তনীয় শব্দ কারিগর । গল্পের পরতে পরতে নতুন মেজাজ, নতুন ঢং, বর্ণনার নিপুণ কৌশল, বিচিন্তার আন্তরিক আলেখ্য পরিস্ফুট করেছেন অভিনব। কায়দায়-যা কিশাের মনে ঢেউ তােলে, স্বপ্ন বুনে নতুনভাবে, মনােজগতে চিন্তার রসদ জোগায়।