ফ্ল্যাপে লিখা কথা
নয়নার নয়নযুগলের প্রতি তীক্ষ্ণভাবে তাকিয়ে জায়েদ বলে, ‘তোমার নয়নের সাথে সাজুহ্য রেখে এমন এ্যাকসেলেন্ট নাম কে দিয়েছে?
‘আব্বা দিয়েছে ও নাম। কিন্তু কোনো?
‘উনি নিশ্চয় রুচিশীল ব্যক্তি। তোমার চোখে তাকালে মনে হয় যাদু মাখানো আছে। এ জন্যই হয়তো ওখান থেকে আমার দৃষ্টি সরে আসতে চায় না। যেন নিপুন শিল্পকর্ম।’
‘সত্যি?’
‘হ্যাঁ, তুমি আমার চোখে তাকালে মনে হয়, তুমি আমাকে চোখ ইশারায় ডাকছ।’
‘ওটা আপনার ভ্রম।’
‘না ভ্রম নয়, সত্য। তাই তো নজরুল ইসলামের ওই গানটি গাইতে ইচ্ছে করছে।’
‘কোন্ গান’।
‘‘আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি………।’