আহলে বাইত : নবী পরিবার

৳ 120.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ভূমিকা
‘আহলে বাইত’ মানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এর পরিবার। মহান আল্লাহ তায়ালা চেয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম পাবিারিক জীবনযাপনও করবেন এবং এক্ষেত্রেও অনুসারীদের জন্য আদর্শ স্থাপন করবেন। ইতোমধ্যে তিনি তার বিশ্বস্ততার জন্য মক্কার লোকদের কাছে ‘আল-আমীন’ উপাধিতে ভূষিত হন। মক্কার একজন ধনাঢ্য মহিলা-ব্যবসায়ী বিদূষী ‘খাদীজা’ রাসুলুল্লাহ (সা:) এর সততা ও বিশ্বস্ততার কথা জেনে তাকে তার ব্যবসার কাচে নিয়োগের প্রস্তাব দেন এবং পরবর্তীতে তার সততায় সন্তুষ্ট হয়ে বিবাহ বন্ধনের ইচ্ছা প্রকাশ করেন। উভয় পক্ষের গুরুজনদের সম্মতি ও তত্ত্বাবধানে তাদের বিয়ে সম্পাদিত হয়। বিবি খাদীজা ছিলেন বিধবা। বয়সে রাসুলুল্লাহ (সা:) এর পনেরো বছরের বড় অর্থ্যাৎ তখন তার বয়স চল্লিশ বছর এবং রাসুলুল্লাহ (সা:) এর বয়স পঁচিশ।এর আগে বিবি খাদীজার দু’বার বিয়ে হয়েছে এবং তিনি দুই পুত্র এবং এক কন্যার মাতৃত্ব লাভ করেছেন। প্রয়াত দুই স্বামীর রেখে যাওয়া বিপুল সম্পত্তির অধিকারী ছিলেন তিনি।
রাসুলুল্লাহ (সা:) এর প্রথম ছেলে কাশি দু’বছর বয়স না হতেই ইন্তেকাল করেন। এরপর জয়নাব, রোকাইয়া,উম্মে কুলসুম এবং ফাতেমা জন্মগ্রহণ করেন। সবশেষে এক ছেলে জন্মগ্রহণ করেন এবং কিছুদিন পরে তিনিও ইন্তেকাল করেন।নাম আবদুল্লাহ। কনিষ্ঠ কন্যা ফাতেমা ছিলেন রাসূলুল্লাহ (সা:) এর কলিজার টুকরা, নয়নের মনি। তাঁর জন্মগ্রহণ করার আগেই রাসূলুল্লাহ (সা:) এই মেয়ের অনন্যতা এবং সাধারণ গুণাবলী ও আল্লাহ প্রেমের সংবাদ পেয়ে যান। তিনি ইহলোক এবং পরলোকের রমণীকুলের শ্রেষ্ঠ।
হযরত আলী (রা:), হযরত ফাতেমা (রা:) , ইমাম হাসান (রা:) এবং ইমাম হোসাইন (রা:) এ চারজনকে একত্রে ‘পবিত্র পরিবার’ বা ‘আহলে বাইত’ বলা হয়। হযরত ফাতেমা (রা:) র মাধ্যমে নবী পরিবারের পরিচয় পৃথিবীতে স্থায়ী রূপ লাভ করেছে। তাদের পুণ্যময় জীবন সম্পর্কে কিছুটা জানার আগ্রহ থেকে আমার এ গ্রন্থ রচনার প্রয়াস। তাদের পুণ্যময় ঘটনাবহুল জীবনের বিশদ আলোচনা এবং জীবনদর্শ স্থাপন করা এক দুরূহ কাজ। তাই সংক্ষিপ্ত আকারে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। গ্রন্থটিতে ক্রমানুসারে রাসুলুল্লাহ (সা:), হযরত ফাতেমা (রা:), হযরত আলী (রা:), ইমাম হাসান (রা:) এবং ইমাম হোসাইন (রা:) এর জীবনাদর্শ, ঘটনাপঞ্জী এবং মহৎ জীবনযাপনকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
‘আহলে বাইত : নবী পরিবা ‘ গ্রন্থটির আদর্শ ও উদ্দেশ্য যদি পাঠকদের আকৃষ্ট করে এবং জীবনকে মহিমান্বিত করার পথে সহায়ক হয় তবে আমার প্রয়াস সার্থক হবে।

সূচিপত্র
* আমার নবী, আমার রাসূল (সা:) : তিনিই সর্বশ্রেষ্ঠ
* হযরত ফাতেমাতুজ্‌জাহরা (রা:)
* হযরত আলী (রা:)
* হযরত ইমান হাসান (রা:)
* হযরত ইমাম হোসাইন (রা:)

বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ