“যার যা স্বভাব” বইয়ের ফ্লাপের লেখা:
ভাই কেন ভাইকে গুলি করে মারে ? সতী কেন পতিঘাতিনী হয় ? পণের লােভে কেন নববধূকে নৃশংসভাবে হত্যা করে স্বামী ? আবার সেই মানুষই কেন সব কিছু বিলিয়ে দেয় সমাজের জন্য! এগিয়ে যায় বন্দুকের নলের সামনে ? কেন দরিদ্রতম ব্যক্তিত্ত সংবরণ করে লক্ষ লক্ষ টাকার লােভ! মানবচরিত্র এক গােলকধাঁধা কোনও সংজ্ঞায় নিগড়ে তাকে বাঁধা যায় না।মানুষের স্থায়ী সম্পর্ক বলে কিছু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। যার যা স্বভাবের আয়নায় পাঠক নিজের মুখ দেখুন। পারবেন কি মুখােশটাকে ছুড়ে ফেলে দিতে ?