“আপনি ও আপনার ব্যক্তিত্ব” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বই এর নামকরণ দেখেই পাঠক বুঝতে পারছেন এই বই-এর মুখ্য বিষয় ব্যক্তিত্ব। ব্যত্তিত্ব বলতে কী বুঝি এবং তা অর্জনের জন্য আমাদের কতটা সচেতন চেষ্টা দরকার সে বিষয়ে এ নিয়ে বিশদ আলােচনা করা হয়েছে। ব্যক্তিত্বের দুর্বলতা ও দ্বন্দ্ব কাটিয়ে উঠে এক সতেজ সুস্থ ব্যক্তিত্ব অর্জনের চাবি কাঠি এই বইতে দেওয়া হয়েছে। যেহেতু ব্যক্তিত্ব মনস্তত্বের বিষয় সেকারণে ব্যক্তিত্ব নিয়ে যে নানা তত্ত্ব প্রতিষ্ঠিত আছে তার আলােচনা এই বইতে প্রাসঙ্গিক ভাবেই এসে পড়েছে। ব্যক্তিত্ব নিয়ে ইতিপূর্বে কোন সহজ সুখপাঠ্য বাংলা বই হয়তাে পাঠকের চোখে পড়েনি সেজন্য মনস্তত্বের বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব গুলিকে সাধারণ পাঠকের বােঝার মত করে বিশ্লেষণ ও ব্যাখ্যা করেছেন লেখক। ব্যাখ্যা করতে হয়েছে যথেষ্ট হালকা চালে যাতে পাঠকের কোথাও ক্লান্তি না জাগে। মনস্তত্ব এমন একটি বিষয় যার উপজীব্য মানুষ—শরীরী ও সচেতন মানুষ যে মানুষের একটি মন আছে। পরিবেশ ও মনের পারস্পরিক প্রভাবে মানুষের ব্যক্তিত্বের অনেকটাই তৈরি হয়। এই ব্যক্তিত্বের সঙ্গে সমাজের সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে জড়িত। শৈশব থেকে যাতে সন্তানের সুস্থ ব্যক্তিত্ব গড়ে ওঠে তারই নির্দেশনা এই বইতে। তেমনি কর্মজীবনে ও পারিবারিক জীবনে ব্যক্তিত্বের অপরিহার্য প্রয়ােজনীয়তাও উপেক্ষা করেননি লেখক। তৈরি করেছেন তরুণ-তরুণীদের জন্য ব্যক্তিত্বগঠনেরঅবশ্য পালনীয় নিয়মাবলী।