ভূমিকা
সত্যিকথা স্বীকার করতে দোষ নেই। উপন্যাস লেখা আমার কর্ম নয়। সেই ধৈৰ্য, সেই ক্ষমতা আমার নেই। শুধু মাত্র কিশোরদের জন্যে কেন, বড়দের জন্যে কোনো উপন্যাস লেখার কথা ভাবলে আমার গায়ে জ্বর আসে, আমার ডানহাতের তর্জনীতে আঙুলহারা হয়। তবু মেরেকেটে মাপজোক করে ছোটেদের জন্যে ছয়টি আখ্যায়িকা রচনা করেছিলাম, যেগুলো খুব বড় না হলেও সাধারণ গল্পের চেয়ে বড়, যেগুলোর হেরফের আছে, দিগ্বিদিক আছে। এগুলো নিশ্চয় উপন্যাস নয়, উপন্যাসিকা। এর অধিকাংশ আনন্দমেলার প্রাতঃ-স্মরণীয় সম্পাদক নীরেন্দ্ৰনাথ চক্রবর্তী আমাকে গলায় গামছা বেঁধে লিখিয়েছিলেন। তাকে উৎসর্গ করলাম। এই উপন্যাস সমগ্ৰ। – ১ লা বৈশাখ, ১৪০১
কিশোর উপন্যাস সমগ্র বইয়ের সুচিপত্রঃ
আনুমানুর গল্প
আখের গুড়ে শালুক ডাঁটা
একটি কুকুরের উপাখ্যান
উঁকিঝুঁকি
হরেরাম
কুমুদিনী