“বিচার” বইয়ের পিছনের কভারের লেখা:
ফ্রানৎস কাফকার সাহিত্যের সঙ্গে সাহিত্যরসিকের প্রথম পরিচয় ঘটে তার মৃত্যুর বেশ কয়েক বছর পর। তা-ও সম্ভব হতাে না—যদি না তার অকৃত্রিম বন্ধু ম্যাক্স ব্রড তার সমস্ত লেখার পাণ্ডুলিপি সযত্নে প্রকাশের দায়িত্ব না নিতেন। অবশ্য কাফকা চেয়েছিলেন তার সমস্ত রচনা পুড়িয়ে ফেলা হােক। কাফকার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে দি ট্রায়াল’ প্রকাশের সঙ্গে সঙ্গেই স্বীকৃতি লাভ করে। তখনই লেখার এক বিশেষ রীতি কাফকায়েস্ক’ বলে চিহ্নিত হয়। দি ট্রায়াল’ উপন্যাসের বৈশিষ্ট্য হলাে গতানুগতিকতা ও ভয়াবহ বিপদের সংমিশ্রণে এক আশ্চর্য আবহাওয়া সৃষ্টি—যা একমাত্র কাফকার মতাে সাহিত্যশিল্পীর পক্ষেই সম্ভব। তিনি এমনই এক নৈপূণ্যের অধিকারী যে মনে হবে তিনি ও তার পাঠক একাত্ম। এই মর্যাদা ক’জন লেখক আদায় করতে পারেন?