“সহীহ দু’আ ঝাড়ফুঁক ও যিকর” বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:
যারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার স্মরণ চান এবং তাঁর রসূল লােহারএর নির্ভেজাল অনুসরণ চান তারা অত্র পুস্তিকা দ্বারা প্রভূত উপকৃত হবেন, এতে কোন সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে তাঁর রসূল লােহা)-এর বিশুদ্ধ অনুসরণের সাথে তাঁকে সর্বদা স্মরণকারীদের দলভুক্ত করুন। আমীন!