‘কালো মনিকের গল্প ও অন্যান্য’ গ্রন্থে অন্তর্ভুক্ত রচনাসমূহে লেখক ফুটবলের জাদুকর পেলে, রবীন্দ্রনাথ ঠাকুর, শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জন এফ কেনেডি; দেশ-বিদেশের এমন অনেক বিশিষ্টজনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেছেন যা শিশু-কিশোরদের সৃজনশীল মনোগঠনে ভূমিক রাখবে। স্বাধীনতার ভাবনা, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, জাদুঘরের অন্দরমহল, আনন্দময় উৎসবের কথা, বাংলাদেশের শিশুসাহিত্যের আদিঅন্ত থেকে শুরু করে ঘাতকের নিষ্ঠুর বুলেটে নির্মমভাবে প্রাণ হারানো শিশু রাসেলের বিষাদময় গল্পও স্থান পেয়েছে এতে। এছাড়া লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণে ওঠে এসেছে বাঙালির ভাষা আন্দোল, ফুটবল থেকে শুরু করে আামাদের শিশু-কিশোর আন্দোলনের বিশ্বস্ত চিত্র। বইয়ের শেষাংশে যুক্ত হয়েছে শিশু-কিশোর সাহিত্য বিয়ে প্রদত্ত শামসুজ্জামান খানের একটি সাক্ষাৎকার। শিশু-কিশোর পাঠকদের পাশাপাশি সব বয়সের পাঠকেরই প্রিয় সঙ্গী হয়ে থাকবে এই বই।