“সামাজিক ব্যবসা” বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ:
বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে দুটি তত্ত্ব’ দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠিত। পুঁজিবাদ ও সমাজতন্ত্র । নানা কারণে সমাজুতন্ত্র এখন আর আলােচনার কেন্দ্রবিন্দুতে নেই। কিন্তু দোর্দণ্ড প্রতাপে পুঁজিবাদ’ বিরাজ করছে সারা পৃথিবী জুড়ে। সেই পুঁজিবাদও আজ নানা সংকট ও প্রশ্নের সম্মুখীন। বিশ্বের ধনবাদী দেশগুলাে এখন আর সনাতন পুঁজিবাদে সন্তুষ্ট নয়। তাদের অনেকে মনে করেন পুঁজিবাদের একটা সংস্কার হওয়া দরকার। এরকম বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ক্ষুদ্র ঋণের উদ্ভাবক নােবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্বের কাছে তুলে ধরেছেন তার সাম্প্রতিক সামাজিক ব্যবসা’ তত্ত্ব। এই ব্যবসায় বিনিয়ােগকারী একটা সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিনিয়ােগ করবেন, কিন্তু সেই ব্যবসা থেকে কোনাে মুনাফা গ্রহণ করবেন না। শুধু বিনিয়ােগের অর্থ তুলে নিতে পারবেন । মুনাফার অর্থ দিয়ে নতুন কোনাে সামাজিক ব্যবসা শুরু করতে পারেন অথবা বর্তমান ব্যবসার সম্প্রসারণ করতে পারেন। অর্থাৎ বিশ্বব্যাপী ব্যবসায় মুনাফা বৃদ্ধির যে উন্মাদনা দেখা যায় তার বাইরে ব্যবসাকে সামাজিক কল্যাণের জন্যে নিয়ে আসাই সামাজিক ব্যবসার মূলকথা। একই সঙ্গে দেশে বিরাজমান নানা সমস্যার সমাধান করা হবে অনুদান বা চ্যারিটির ভঙ্গিতে নয়, সম্পূর্ণ ব্যবসায়িক ভঙ্গিতে।