রম্য সবাই লিখতে পারে না। কেউ কেউ পারে-বিশ্বজিৎ দাসের ক্ষেত্রে এ কথাটি শতকরা শতভাগ সত্য। ছােটগল্প,সায়েন্স ফিকশন, রম্য গম টিভি নাটক ইত্যাদি লিখলেও বিশ্বজিৎ দাসের বর্তমানে ব্যাপক পরিচিতি একজন রম্য লেখক হিসেবে। দেশে বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা নিয়মিতই বের হয়। তাঁর লেখা রম্য পাঠকদের আকৃষ্ট করেছে। তাঁর লেখা জনপ্রিয় চরিত্র মােখলেস ভাইকে নিয়ে মােখলেস ভাই উপাখ্যান এর তিনটি সিকুয়েল লেখা হয়েছে। বর্তমানে তিনি দিনাজপুর সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে রবু নামের রােবটটি (সায়েন্স ফিকশন), শার্লক হােমসের বিয়ে (রম্য), আনলিমিটেড রম্য গল্প (রম্য), সময় (গল্পগ্রন্থ) ইত্যাদি। প্রথম টিভি নাটক আজ মিলনের বেলা।