ফ্লাপে লেখা কথা
বর্তমানে সবার হাতেই রয়েছে দারুণ সব সুবিধার স্মার্টফোন। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এসব স্মার্টফোনই এখন এক-একটি শক্তিশালী ডিভাইস। আর এসব স্মার্টফোনের জন্যই রয়েছে নানা ধরনের কাজের দারুণ সব মোবাইল অ্যাপস। নিত্য কাজে লাগে কিংবা প্রয়োজনীয় এমন কাজের অ্যাপস নিয়েই এ বই। এসব অ্যাপসের সুবিধা, ব্যবহার, বৈশিষ্ট্যের বিষয়গুলো বইয়ে দেওয়ার চেষ্টা করেছি। এসব অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে বড় একটি সুবিধা হচ্ছে, অ্যাপসগুলো সবই বিনা মূল্যে পাওয়া যায়। নানা প্ল্যাটফর্মেই অ্যাপসগুলো চলবে। বইটি লেখার ক্ষেত্রে মূল সহযোগিতা নেওয়া হয়েছে ইন্টারনেট থেকে।
বিশেষ কৃতজ্ঞতা নুসরাত জাহান-এর প্রতি। তাঁর আন্তরিক সহযোগিতা, অনুপ্রেরণা বইটি লেখার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করেছে। এ ছাড়া বিশেষ কৃতজ্ঞতা রাফাত জামিল, রাহিতুল ইসলাম রুয়েল ও পলাশ নন্দীর প্রতি। যাদের দারুণ সহযোগিতায় বইটি প্রকাশ হয়েছে। বই সম্পর্কে যেকোনো মতামত ই-মেইলে পাঠাতে পারেন [email protected]/* <![CDATA[ */!function(t,e,r,n,c,a,p){try{t=document.currentScript||function(){for(t=document.getElementsByTagName('script'),e=t.length;e–;)if(t[e].getAttribute('data-cfhash'))return t[e]}();if(t