বর্তমান বই রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা-তেও আমরা তাঁর এই অনুসন্ধান দেখি। বাঙালির জীবনে যেমন, লেখক হাসানের জীবনেও রবীন্দ্র-গুরুত্ব অপরিসীম। তাই আমরা দেখি জীবনের বিভিন্ন পর্বে তিনি রবীন্দ্রনাথকে নিয়ে ভেবেছেন; তাঁকে কেন্দ্রে রেখে সময়-স্বদেশ-বিশ্ব আর ভাষা-সাহিত্য-সংস্কৃতির বিচারে উদ্যোগী হয়েছেন। কিন্তু ইতিপূর্বে রবীন্দ্র-নামাঙ্কিত কোনো বই তাঁর থেকে আমরা পাইনি। অন্যদিকে ভাষাভাবনা হাসান আজিজুল হকের চিন্তাচর্চার অন্যতম কেন্দ্রীয় অঞ্চল। তাঁর জীবনের প্রধান গবেষণাটির বিষয়ও ভাষা। এই বইয়ে যেমন আছে সেই গবেষণার খসড়ারূপ, তেমনি আছে ভাষা ও সাহিত্য নিয়ে কয়েকটি মৌলিক ও চিন্তাশীল রচনা।