“ড্রাগন সিড (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
ড্রাগন সিড এক অর্থে নারী প্রগতিরও গ্রন্থ। জেড-কে আঁকা হয়েছে আশ্চর্য মােহময়ী-সংগ্রামী করে। লিঙ সাঙ হয়তাে মা, কিন্তু পাশাপাশি লিঙ তান যেন যতটা বাবা তারচেয়ে অধিক ভাবুক, কৌশলী, জয়ী-জমিদার। নির্মোহ শব্দটা যথার্থই বাকের বৈশিষ্ট্য, বিশেষত এ বইয়ে। যে যুদ্ধ লক্ষাধিক প্রাণ কেড়ে নিয়েছিল, বে-আব্রু করেছিল এমনকি পুরুষকেও; তা যেন কেবলই উপলক্ষ মাত্র। চাষি জীবনের চিরায়ত স্রোতের বাইরে তার মূল্য যৎকিঞ্চিত এবং ভাবাবেগ অর্থহীন। এখানে এসে বাংলাদেশিরা অবশ্যই হোঁচট খাবেন। খেতে বাধ্য। কারণ, আমরা ভাবাবেগকে সম্বল করেই চল্লিশ বছর পার করলাম; সত্যের দিকে চল্লিশ-পা না এগিয়েই!