ভারত ভ্রমণের কথা উঠলেই ঘুরেফিরে কাশ্মীর নামটি মনের কোণে দোল দেয়। লেখক লিয়াকত হোসেন খোকন বার কয়েক কাশ্মীর ভ্রমণ করে এবার লিখেছেন ‘কাশ্মীর ভ্রমণ’। ভ্রমণ কাহিনীর পাশাপাশি এই গ্রন্থে কাশ্মীরের বিস্তারিত তথ্য রয়েছে-কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী দেখবেন আরও কত কী সব তথ্য। ভূস্বর্গ কাশ্মীর মানে শ্রীনগর নয়, এই কাশ্মীরেই রয়েছে জম্মু, গুলমার্গ, সোনমার্গ, মানসবল, পহেলগাঁও, যুসমার্গ, লে, হেমিস, কারগিল, উধমপুর, ডোডা, রাজৌর, পুঞ্চ, মীরপুর, বারামুলা, অমরনাথ, নুনকুন, লামায়ুরু, বাদগাম, কিস্তোয়ারানসহ সকল দর্শনীয় স্থানের তথ্যাদিও রয়েছে এই গ্রন্থে। ঊহ্য থাকে নি আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ। কাশ্মীর ভ্রমণে যারা যাবেন কিংবা ভূস্বর্গ কৌতূহলীরা ‘কাশ্মীর ভ্রমণ’ গ্রন্থটি সংগ্রহে রাখতে পারেন।