“ডানাঅলা জিলিপি”গল্পের প্রথমের কিছু অংশ:
অনেকগুলাে জিলিপি। কড়কড়ে । ভাজা। চিনির রসে গােসল করল। হয়ে গেল টসটসে। টসটসে জিলিপি।। রসের হাঁড়ি থেকে জিলিপি তুলছে জিলিপিঅলা। আর বলছে, রাখব তােদের কাচের ঘরে সাজিয়ে থালায় বা থরে থরে। তখনই ডানা গজাল একটা জিলিপির। দুটো ডানা। একটা সামনে একটা পিছনে। আর ডানা গজাতেই, জিলিপিটা। দিল লাফ। তারপর উড়তে শুরু করল। উড়তে উড়তে ছুটল জিলিপি। আর বলল, থাকব নাকো কাচের ঘরে দেখব জগৎ নয়ন ভরে।