“দাঁত ভাংগা হাঙর” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
শিশুমন যুক্তিপ্রবণ। সৃষ্টিশীল উদ্যমে ভরপুর। সেই মনের খােরাক যােগাতেই এ-সব গল্প। ইতিহাস পুরাণকে ছেনে-বেটে নতুন আলাের দরােজা খােলা। বিশ্বাস, আস্থা, বন্ধুরে হাত মিলিয়ে চলার কথাশিল্প এগুলাে। প্রকৃতির জীববৈলত্রর মধ্যেই প্রকাশ। নির্মাণেই কুশলত। অর্থাৎ ভালােবাসার জয়। সত্যসুন্দরের চিরায়ত ধারায় সড়ক এক আলােকিত বাংলাদেশ।