“নন্দিতা পরিবহণ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
চাকা যেদিন আবিষ্কৃত হল, সেদিন থেকেই মূলত। পাল্টে গিয়েছিল সভ্যতা। চাকায়চালিত বাহনে ভর করে এগিয়েছে জীবন। বাহনের প্রতিটি সিট জানে সেসব গল্প। অগণন। মানুষ এখানে তার জীবনের গল্প রেখে যায়। কিছু গল্প আনন্দের। কিছু বেদনার। সব বাহন মানুষকে চাকার নিচে পিষ্ট করে না। কিছু বাহন উপরেও পিষ্ট করে যায়। সেই বাহনের একটি মন্দিতা পরিবহন। যারা এর গল্প জানতে চান, চড়তে পারেন কিছু সময়ের। জন্য। অবশ্যই সেটা নিজ দায়িত্বে। কারণ, এই বাহন যে শেষ অবধি আপনাকে কোনও সুখানুভূতি দিতে সক্ষম হবে কিনা তা নিশ্চিত করে বলা যায় না।