নারী ও পুরুষের মধ্যে ‘ভালােবাসা’ চিরকালের একটি অম্লমধুর শব্দ। আবার এই শব্দ দু’জনার মধ্যে রচনা করে অনুপম কিন্তু নিঃশব্দ ফাঁদ। সেই ফাঁদের জালে আটকে অনুভবের গভীর ব্যঞ্জনায় কবি রচনা করেন নিটোল পদাবলি, ‘ভালােবাসার পদাবলি’। একশাে বিশটি চার লাইনের পদাবলি নিয়ে অজস্র রঙে-রঙিন বিন্যাসে কাম, কামনায়, জলে ও সন্তরণে কবি এঁকেছেন ভালােবাসার পদাবলি। তিনি প্রেমের বিচিত্র অনুভব শব্দে, উপমায়, ভাবনায় রচনা করেছেন বিরান মাঠে সবুজ ঘাসের বিছানা। পাঠক তা পাঠ করতে করতে হারিয়ে যাবে কূলহীন দরিয়ায়।