অন্বেষণ

৳ 200.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789849033776
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১২৬
সংস্কার 1st published, 2014
দেশ বাংলাদেশ

‘অন্বেষণ’ সিরাজুল ইসলাম চৌধুরীর প্রথম প্রবন্ধগ্রন্থ। অর্ধশতাব্দী পূর্বে ১৯৬৪ সালে এ বই প্রথম প্রকাশিত হয়। ইতিমধ্যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে; নতুন রাষ্ট্রের ভেতরেও ঘটে গেছে নানান ভাঙাগড়া। এই গ্রন্থের লেখকের দৃষ্টিকোণ ও গদ্যশৈলীতেও এসেছে পরিবর্তন, তবে গ্রন্থভুক্ত চৌদ্দটি প্রবন্ধে লেখকের যে অন্বেষণ ছিল তা আজও নিঃশেষ হয়ে যায়নি। কিছু সাময়িক বিষয় ধারণ করেও ‘অন্বেষণ’- এর অধিকাংশ রচনার ভেতরেই খুঁজে পাওয়া যাবে জীবন ও সাহিত্যের বহু গুরুত্বপূর্ণ স্থায়ী প্রসঙ্গ; যা আজকের পাঠককেও লেখকের মতো সমান অণ্বেষী করে তুলবে জীবন ও সাহিত্যে আধুনিক-ইহজাগতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ব্যাপারে। প্রথম প্রকাশের পঞ্চাশ বছর পর রাত্রি প্রকাশনী বাংলা সাহিত্যের প্রখ্যাত প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরীর প্রথম প্রবন্ধগ্রন্থ ‘অন্বেষণ’- এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আনন্দিত ও গর্বিত।

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম. ১৯৩৬) পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ্যালয়ে। লেখার কাজের পাশাপাশি তিনি ‘নতুন দিগন্ত’ নামে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক একটি ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করছেন। তার গ্ৰন্থসংখ্যা আশির কাছাকাছি। তার অকালপ্রয়াত স্ত্রী ড. নাজমা জেসমিন চৌধুরীও লিখতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ