“খ্যাতিমান রাষ্ট্রনায়কেরা” বইটির ‘বাণী’ নামক অংশ থেকে নেয়াঃ
শামসুজ্জামান শামস পেশায় সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি দেড়যুগ ধরে সাহিত্যাঙ্গনে বিচরণ করছেন শামস। এ যাবৎ তার ৮০টির ওপরে বই প্রকাশিত হয়েছে। গল্প-উপন্যাস, খেলাধুলা, বিজ্ঞান,জোকস সব বিষয়ে লেখতে স্বাচ্ছন্দবােধ করেন তিনি। শামসের অনেক বই আমি পড়েছি। খ্যাতিম্যান রাষ্ট্রনায়কেরা তার অসাধারণ সৃষ্টি। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। চার দশকে ম্যান্ডেলা ২৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন। পৃথিবীর ইতিহাসের যে কয়জন মানবতাবাদী গণতন্ত্রপ্রেমী মহান রাষ্ট্রনায়ক জন্মগ্রহণ করেছেন, তাদের অন্যতম আব্রাহাম লিঙ্কন। ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগাে শ্যাভেজ বিপ্লবীদের একজন। মার্কিন যুক্তরাষ্ট্রে যতাে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে তরুণতম, উচ্চশিক্ষিত, রুচিশীল ও প্রগতিশীল ছিলেন জন এফ কেনেডি। ইন্দিরাগান্ধী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী কোনাে দেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী। ‘খ্যাতিমান রাষ্ট্রনায়কেরা’ বইটিতে ৩১ জন রাষ্ট্রনায়কের কথা রয়েছে।