“ইস্তাম্বুল” বইয়ের কথাঃ আনাতোলিয়া। এশিয়া মাইনর। তুরস্ক। কত নামেই না তাকে ডাকা যায়। অথচ নামের চেয়ে উজ্জ্বল তার রাজধানীÑইস্তাম্বুল! বাইজেন্টিয়াম। কনস্টান্টিনোপল্স। তারও কত বিশেষণ। দুটি মহাদেশ, দুটি সমুদ্র, দুটি ধর্ম, দুটি সংস্কৃতির অত্যুজ্জ্বল নগরী। পরতে পরতে যার রূপ-রহস্য আর অপরূপার রোশনী। ছ’শো বছরের ওসমানী খিলাফত আর ইব্রাহিম থেকে শুরু করে আতাতুর্কের জানা-অজানা কত না গল্পে ভরপুর ওরিয়েন্ট-এক্সপ্রেস। হেলেন থেকে জাজা-গাবর পর্যন্ত কত নায়ীকার পদচারণায় ধন্য সে দেশ; সেই যাদুনগরী! এ-শুধু ভ্রমণ নয়, ইতিহাস; পাঠ নয়, সমৃদ্ধি। সাহিত্যের জন্য তো বটেই, আত্মার প্রশান্তির জন্যও এক আকর গ্রন্থ।