ঢাকা ও ঢাকা সংশ্লিষ্ট বাংলাদেশের জাতীয় ইতিহাস বিষয়ক খুঁটিনাটি তথ্যেসমৃদ্ধ বিশাল জ্ঞানভাণ্ডার এ গ্রন্থটি। ঢাকা বিষয়ক এটিই প্রথম ও একমাত্র অভিধান। ঢাকা নগরীর গােড়াপত্তনের ইতিবৃত্তসহ ইতিহাস-ঐতিহ্য, পুরাকীর্তি, কৃষ্টি-সংস্কৃতি, চিত্রকলা, পরিবেশ, খাল-নদী-জলাশয়, খাদ্য, বিনােদন, যাত্রা, নাটক, চলচ্চিত্র, শিক্ষা, ভাষা-সাহিত্য, পত্রিকাসাময়িকী, ধর্ম, লােককাহিনি, ব্যক্তিত্ব, গবেষণাকর্ম, স্থাপনা, যােগাযােগ-যাতায়াত, বিজ্ঞান-প্রযুক্তির প্রয়ােগ, সমাজ-রাজনীতি-ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ প্রভৃতি ক্ষেত্রে আড়াই সহস্রাধিক বিষয়ের ভুক্তিবিন্যাসে সমৃদ্ধ এ আকর গ্রন্থটি। প্রখ্যাত গবেষক খন্দকার মাহমুদুল হাসান-এর সুদীর্ঘকালের গবেষণাকর্মের নির্যাস এতে সঞ্চিত রয়েছে। ঢাকা সংক্রান্ত যাবতীয় জ্ঞাতব্য বিষয় এতে বর্ণানুক্রম অনুযায়ী সাজানাে রয়েছে। প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস এতে বিশেষ গুরুত্ব পেয়েছে। কোম্পানি-ব্রিটিশ শাসনামলের সব গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তি সম্পর্কিত তথ্যও এতে উপস্থাপিত হয়েছে । ক্ষেত্রবিশেষে দুপ্রাপ্য গ্রন্থ-সাময়িকীর উদ্ধৃতি বিশ্লেষণের মাধ্যমে বিষয়বস্তুর গভীর পর্যালােচনাও সন্নিবেশিত হয়েছে, যা জাতীয় ইতিহাসের ক্ষেত্রে অশেষ গুরুত্বসম্পন্ন। এককথায় ঢাকা সংশ্লিষ্ট যাবতীয় খুঁটিনাটি বিষয় সন্নিবেশিত হয়েছে এ অমূল্য গ্রন্থটিতে।