নিতান্ত ছেলেবেলা থেকেই অভিনয় এবং সংগীতের প্রতি একটা মমত্ববোধ ছিলো সুচিত্রা সেনের। আসল নাম তাঁর ‘রমা’। চলচ্চিত্রে ছিলেন মাত্র ২৬টি বছর। এই সময়ের মধ্যে তিনি বাংলা ও হিন্দি মিলে ৬০টি ছবিতে অভিনয় করেন। বাংলা চলচ্চিত্র জগতের গৌরব সুচিত্রা সেন। দুই বাংলার সেতু বন্ধনও। লেখক লিয়াকত হোসেন খোকন শৈশবে কাননদেবী প্রযোজিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে প্রথম দেখেন সুচিত্রা সেনকে। তারপর একে একে দেখেছেন তার ৬০টি ছবিই। কানন দেবীর মতোই তাঁর প্রিয় সুচিত্রা সেন। এবার লেখক লিয়াকত হোসেন খোকন লিখলেন ‘চিরদিনের সুচিত্রা সেন’ নামের এই বইটি। কলকাতার আনন্দ লোক-এ বিভিন্ন সময়ে প্রকাশিত চিত্র তারকা, সাংবাদিক ও লেখকদের কিছু লেখা এ বইয়ে সংযোজন করে তিনি প্রমাণ করতে চেয়েছেন, সুচিত্রা সেনের মধ্যেও ছিলো সরল ও উদার এক হৃদয়।