গণিতকে বিজ্ঞানের ‘জননী’ হিসেবে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে বিজ্ঞানের এমন কোনাে শাখা নেই, যাতে কোনাে না কোনােভাবে গণিত ব্যবহৃত হয় না। গণিতের উদ্ভব প্রাচীনকালে হলেও বর্তমানে এর প্রচার ও চর্চা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষত ‘গণিত অলিম্পিয়াড’ হওয়ার কারণে গণিতের প্রতি মানুষ বিশেষত টিনএজারদের কাছে গণিত ‘ভীতিপ্রদ’ হওয়ার চেয়ে বরং আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয়কে সামনে রেখেই বর্তমান গ্রন্থে লেখক গণিতের বিভিন্ন শব্দের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দুই শতাধিক চিত্র সম্বলিত এই গ্রন্থের পরিশিষ্ট অংশে গণিতশাস্ত্রের বেশ কিছু বিষয়ের উপর পৃথক পৃথক আলােচনা রয়েছে। শুধু গণিতশাস্ত্রের ছাত্রছাত্রীই নয়, বরং বিজ্ঞানমনস্ক সকলেরই সংগ্রহে রাখার মতাে একটি গ্রন্থ ‘গণিত অভিধান’।