“আবুদের অ্যাডভেঞ্চার” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
সেবার পৌষমেলায় নতুন এক সাকার্স পাটি এসেছিলাে। পাঁচটা ঘােড়ার গাড়ি আর চারটা মােষের গাড়িতে বড় বড় বাক্স, খাঁচা আর হরেক রকমের মালপত্র বােঝাই হয়ে সার্কাসের দল যখন সেন্ট জন স্ট্রিট ধরে র-নগরে ঢুকলাে তখন ওদের দেখার জন্যে গােটা শহরটাই যেন ভেঙে পড়লাে। দলের সবার আগে হাতির পিঠে রঙচঙে এক লিকপিকে জোকার টিনের চোঙা ফেঁকে বলছিলাে।
আসিতেছে!
আসিতেছে!!
আসিতেছে!!!
আপনাদের শহরে এই প্রথম, এই প্রথম, এই প্রথম।