বইটির সংক্ষিপ্ত বিবরণঃ
হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ই বাউলদের সম্পর্কে বিদ্বেস-বিরূপতা ও ঘৃনার বিষ ছড়িয়েছে। মুসলমানের চোখে বাউলের বেশরা, বেদাতি, নাড়ার ফকির আর হিন্দুর কাছে ব্রাত্য, পতিত, পাষন্ড-কদাচারি হিসেবে চিহ্নিত । মুসলমানদের ফতোয়া আর হিন্দুর বিধান-এই দুই উদ্যোগেই বাউলদের ধর্ম ও সমাজ থেকে খারিজ করা হয়েছে। বাউলবিরোধিতার নিদর্শন ছড়িয়ে আছে নানা পুথি-পুস্তক আর পত্র পত্রিকার পাতায়। বাউল ধ্বংশ ফতওয়া (১৯৩০), বাউল ধ্বংশ ফতওয়া (দ্বি-স : ১৩৩২), বাউল ধ্বংস ফতওয়া (দ্বিতীয় খন্ড, ১৩৩৩), ফকিরি ধোকা রদ্ ফতওয়া (১৩৩৩)- বাউলবিরোধী এমন চারটি দুর্লভ-দুষ্প্রাপ্য পুস্তক-পুস্তিকা গ্রন্থনা করেছেন ডক্টর আবুল আহসান চোধুরী। বাউলনিগ্রহের এই দলিল থেকে একটি বিশেষ কালের রক্ষনশীল সমাজমনের পরিচয় পাওয়া যায়। আর এর সূত্র ধরে দীর্ঘ কাল-পরিসরের প্রেক্ষপটে সংকলক-সম্পাদক বাউলবিরোধিতার যে ধারাবাহিক আলেখ্য রচনা করেছেন, তাতে বিষযটি স্পষ্ট, প্রাঞ্জল ও উজ্জল হয়ে উঠেছে। বাউলচর্চার এক মূল্যবান উপকরণ হিসেবে বিবেচিত হবে।