বাঙলাদেশে সংসদীয় রাজনীতির করুণ পরিণতি বইটর লেখাগুলি এ দেশের ঘটে যাওয়া সমকালীন নানা ঘটনার ওপর চোখ রাখা খোলা মনের কথা। এ মন যেমন নিরাসক্ত, যেমন জিজ্ঞাসা- উন্মুখ, তেমনি বিশ্লেষণধর্মী। ঘটনার কার্যকারণ ব্যাখ্যা করা পর্যবেক্ষণশীল মানুষের নৈতিক কর্তব্য, কথায় এবং লেখায়। বদরুদ্দীন উমরের এই রচনাগুলি সেটাই প্রমাণ করছে। তিনি শাসকশ্রেণীর রাজনীতির আসল উদ্দেশ্য এবং তার মর্মান্তিক পরিণাম পাঠকের সামনে সজীব করে তুলেছেন। রাজনীতির দেউলিয়াপনা, অক্ষমতা এবং প্রতিহিংসাপরায়ণ তৎপরতা সমাজমনকে যে পঙ্গু করে তোলে তারই নগ্নরূপ এ গ্রন্থের প্রতিটি লেখায় ফুটে বেরিয়েছে।