বাঙলাদেশে ইতিহাস চর্চা বইটি ‘বাঙলাদেশে ইতিহাস বিষয়ক নানা বিভ্রান্তি, উদ্দেশ্যমূলক প্রচারণা এবং ইতিহাস চর্চার বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্তের’ নিরসনে রচিত কতকগুলি সুচিন্তিত প্রবন্ধের সমষ্টি। প্রত্যেক সচেতন মানুষেরই এটা জানা তথ্য যে, ‘ইতিহাস চর্চাকে রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার’ করা শাসকশ্রেণীর একটা অলিখিত প্রধান নীতি। এটা সকল সমাজেই দেখা যায়। বদরুদ্দীন উমর দেখিয়েছেন এই ‘নীতি’ বাংলাদেশে একটা ‘বিপজ্জনক পর্যায়ে’ রূপ নিয়েছে। এ দেশের মানুষকে ‘ইতিহাসের জ্ঞান, সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক বিকাশের ইতিহাস, শিল্পসাহিত্য সংস্কৃতির ঐতিহ্যের সাথে পরিচয়’ না করিয়ে ‘তাদেরকে অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন রেখে কূপমণ্ডূক করে রাখাই’ শাসকশ্রেণীর প্রধান উদ্দেশ্য।