পঁয়ত্রিশ জন স্বনামধন্য লেখক, শিল্পী, সাহিত্যিক, গবেষক ও চিন্তাবিদের মুখোমুখি হয়ে রতনতনু ঘোষ তাদের ইতিহাসচেতনা, অর্জিত অভিজ্ঞতা, বর্তমানের উদ্বেগ-উৎকণ্ঠা, উপস্থিত সমস্যার প্রেক্ষিতে করণীয় এবং দেশ ও জাতির ভবিষ্যৎ ভাবনা অন্তরঙ্গ সান্নিধ্যে প্রশ্নাকারে তুলে এনেছেন নানা আলাপচারিতায়। জাতীয় গণমাধ্যমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারগ্রহিতা বরেণ্যদের মুখোমুখি হয়েছিলেন তাদের অনুভূতি, চিন্তাধারা, স্বকীয়তা ও স্পষ্টতা, ভাবনার বৈচিত্র্য ও প্রকৃতি এবং দেশাত্মবোধের গভীরতা ও জ্ঞানভাষ্য ধারণ করতে। বিশেষ বিষয়ের প্রতি তাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি পাঠকদের বিবেচনার জন্য সংকলিত হয়েছে বরেণ্যদের মুখোমুখি শীর্ষক গ্রন্থ। সমকালের প্রাপটে প্রকাশিত প্রাসঙ্গিক চিন্তার পরিসর এবং বিচিত্র অনুভূতির স্ফুরণ তাতে লক্ষণীয়। গৃহীত সাাৎকারগুলো ইতিহাসের স্যাস্বরূপ। বরেণ্যদের মুখোমুখি গ্রন্থ পাঠকদের অনুভূতি ও চেতনাকে বিশেষভাবে আলোড়িত করবে।