বিয়ের আসর থেকে ধরে নিয়ে যাওয়া হলাে নিরপরাধ নাবিক এডমণ্ড দান্তেকে।
পাঠিয়ে দেয়া হলাে ফ্রান্সের ভয়ঙ্করতম কারাগার শ্যাতাে দ’ইফ-এ। একবার ঢুকলে এ কেউ জীবিত ফেরে না সেখান থেকে। সাত-সাতটি বছর কাটিয়ে দিল দান্তে। কারাগারের দেয়ালে দেয়ালে মাথা কুটে। তারপর একদিন…ঠু ঠুক! মৃদু শব্দ ভেসে এল মাটির নিচ থেকে! সুড়ঙ্গ খুঁড়ে উঠে আসছে কেউ। কে? বন্ধু। এই প্রথম একজন | সত্যিকার বন্ধু পেল দান্তে। দুজনে মিলে ঠিক করল পালাবে। তারপর?