সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধি

৳ 700.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪৭৮
সংস্কার Latest Edition, 202৩
দেশ বাংলাদেশ

“সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধি” বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ
সরকারী কর্মচারীদের কর্মপন্থা ও কর্মোদ্দীপনা বৃদ্ধির জন্য প্রয়ােজন তাহাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অধিকতর সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়ােজন চাকুরী সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা আহরণ করা। চাকুরী বিষয়ক এই সমস্ত বিধি বিধানের মধ্যে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধি ও এতদসংক্রান্ত বিধিবিধান জানা আরও বেশী প্রয়ােজন। সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধির সহিত জড়িত রহিয়াছে আচরণ বিধি ও প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, শৃঙ্খলা বিধিমালার সহিত আরও জড়িত রহিয়াছে এতদসংক্রান্ত বহু বিধি, সার্কুলার, আদেশ, নির্দেশ, প্রজ্ঞাপন পরিচয়পত্র যাহা বিধিকে আরও সহজতর ও স্পষ্ট করিতে সাহায্য করে।
জনাব ছিদ্দিকুর রহমান মিয়া তাহার এই সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা” নামক বই খানিতে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধি, আচরণ বিধি ও প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন এর বিধি ও ধারার বিশ্লেষণ সহ উপমহাদেশের উচ্চতর আদালতের সিদ্ধান্ত সমূহ সুন্দর ও প্রাঞ্জল ভাষায় লিপিবদ্ধ করিয়াছেন, বিধি ও আইনের বিষয়বস্তুকে আরও বাস্তবরূপ দেওয়ার জন্য বিভাগীয় মামলার বিভিন্ন স্তরগুলি সম্পর্কে উপদেশ প্রদান করিয়া মডেল ও নমুনাগুলি তুলিয়া ধরিয়াছেন এবং বিধির সহিত সম্পৃক্ত সার্কুলার আদেশ, নির্দেশগুলিও বিষয়ভিত্তিকভাবে সন্নিবেশিত করিয়াছেন। এইভাবে বই খানিকে সংশ্লিষ্ট সকলের অধিক গ্রহণযােগ্য করিয়াছেন।
সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধির বিধানগুলি ব্যাংক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মান্য করিয়া থাকেন এবং উক্ত প্রতিষ্ঠানগুলির কর্মচারীগণ যখনই কোন বিষয় তাহাদের বিধান রেগুলেশনে না পান তখন সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধির আলােকে সমস্যা সমাধান করেন। তাই সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিকে আরও কার্যকর করার জন্য জনাব ছিদ্দিকুর রহমান মিয়া ইহার সহিত বাংলাদেশ ব্যাংক, সােনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক সহ বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ ও মাদ্রাসার কর্মচারীদের শৃঙ্খলা ও আচরণ বিধি বইখানির সহিত সংযুক্ত করিয়াছেন যাহাতে বইখানি দ্বারা অধিক সংখ্যক কর্মচারী উপকৃত হন।
দক্ষ প্রশাসনের জন্যও চাকুরী সংক্রান্ত বিধি-বিধান মান্য করা অপরিহার্য। এই সকল বিধি-বিধান সরকার কর্তৃক বিভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে জারী হইয়া থাকে বিধায় এইগুলি সম্পর্কে সম্যক ধারণা অর্জন একজন কর্মচারীর পক্ষে কষ্ট সাধ্য, তাহা ছাড়া এই সমস্ত বিধি-বিধান প্রয়ােজনের তাগিদে মাঝে মাঝে সংশােধিত হয়। জনাব ছিদ্দিকুর রহমান মিয়া তাহার এই ‘সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা’ বইয়ে বিভিন্ন সময়ে জারীকৃত এবং হালনাগাদ সংশােধিত আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধি, আদেশ নির্দেশ, পরিপত্র সার্কুলার ইত্যাদি বিষয়ভিত্তিক ও ধারাবাহিকভাবে সন্নিবেশিত করিয়াছেন। জনাব রহমান এর এই উদ্যোগ সময়ােপযােগী ও প্রশংসনীয়। তাহার এই বইখানি প্রশাসনের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত সহায়ক হইবে বলিয়া আমি মনে করি, কারণ তাহাদের কর্তব্য কর্ম পরিচালনার সকল নিয়ম-কানুন এই বইখানিতে সন্নিবেশিত করা হইয়াছে।
কর্মচারীদের অফিস ব্যবস্থাপনার দৈনন্দিন কাজের ব্যবহারােপযােগী করিয়া বইখানিকে ফুটাইয়া তােলা হইয়াছে। আশা করি বইখানি নিঃসন্দেহে সরকারী কর্মচারী, ব্যাংক কর্মচারী ও স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাহায্য করিবে এবং তাঁহাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হইবে! বইখানিতে বিভিন্ন পদোন্নতি, পরীক্ষা, বিভাগীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার পাঠ্যসূচী অনুসারে লিখিত হওয়ার ফলে এই সমস্ত পরীক্ষার পরীক্ষার্থীরাও বইখানি দ্বারা যথেষ্ট উপকৃত হইবে বলিয়া আমার বিশ্বাস। জনাব রহমানের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, বইখানিতে নিত্যনূতন সংশােধনে সংশােধিত হইয়া ইহার মান দিন দিন উন্নতি পাক এবং বইখানির প্রসারতা দিন দিন বৃদ্ধি পাইয়া কর্মচারীদের আরাে উপকারে আসুক এই কামনা করি।

বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ