জেনে রাখি বিশ্ব দিবসগুলোকে

৳ 100.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789848948088
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪০
সংস্কার 1st Published, 2015
দেশ বাংলাদেশ

পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন দিন গুরুত্ব পেয়ে আসছে। ৩৬৫ দিনে বছর । সে অর্থে প্রতিটি দিনই কোন না কোন দিবস পালিত হচ্ছে। আমাদের শিশুরা এ বিশ্ব দিবসগুলােতে যথাযথভাবে জানতে পারে না। এমনকি বড়রাও কতটা জানি? শিশু-কিশােরদের জানানাের উদ্দেশ্যেই এ উদ্যোগ। এ বইয়ে প্রায় দিবসগুলােকে একত্রিত করার চেষ্টা করছেন লেখক। প্রায় দিবসের তাৎপর্যের সঙ্গে মিল রেখে প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়। যা অনেক গুরুত্বপূর্ণ। সম্ভাব্য ক্ষেত্রে প্রতিপাদ্য বিষয়গুলােকে দেয়া হয়েছে। সবগুলাে দিবস সকল জাতিগােষ্ঠীর জন্য সমান গুরুত্ব বহন করে।
কোন কোন দিবস প্রায় রাষ্ট্র ও দেশ পালন করে। আবার কোন কোন দিবস মুষ্টিমেয় দেশ বা জাতিগােষ্ঠী পালন করে। বইটি বিশেষত শিশু-কিশােরদের কজে আসবে ও জ্ঞানবৃদ্ধিতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।

মোহাম্মদ জিল্লুর রহমান মূলত সরকারি কর্মকর্তা। বইয়ের সঙ্গেই তাঁর সার্বক্ষণিক ওঠা-বসা অর্থাৎ গ্রন্থাগারিক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক পদে চাকুরীকাল সম্পন্ন করে সম্প্রতি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। নানাবিধ গুরুদায়িত্ব পালনের পাশাপাশি নানা বিষয়ে গবেষণা করে চলেছেন নিরন্তর।কর্মজীবন শুরু করেছিলেন একটি ইংরেজি দৈনিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বাল্যকাল থেকেই বইয়ের নেশা, অন্যদিকে লেখার নেশা। সব মিলিয়ে তিনি একজন গ্রন্থপ্রেমিক। জন্মেছেন নানা বাড়িতে ১৯৬১ সালের ১ আগস্ট, নাটোর জেলার সিংড়া উপজেলার রূপকথার গ্রাম খ্যাত হুলহুলিয়ায়।পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন আদর্শবাদী শিক্ষক। এ অঞ্চলে তিনি ‘হেডপণ্ডিত’ নামে সুপরিচিত ছিলেন। মা জাহানারা আহমেদ আজন্ম গ্রন্থ অনুরাগী। ছাত্রজীবন থেকেই পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য, গ্রন্থ ও গ্রন্থাগার বিষয়ে কৌতুহলী ছিলেন। লিখেছেন নিরলসভাবে অনুসন্ধানী রচনা। তিনি বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহন ও গবেষণার কাজে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। সংবাদপত্রে বিষয়ভিত্তিক কলাম ছাড়াও এ পর্যন্ত তাঁর বাইশ হাজার চিঠিপত্র প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা পাঁচশ’র অধিক।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ