পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন দিন গুরুত্ব পেয়ে আসছে। ৩৬৫ দিনে বছর । সে অর্থে প্রতিটি দিনই কোন না কোন দিবস পালিত হচ্ছে। আমাদের শিশুরা এ বিশ্ব দিবসগুলােতে যথাযথভাবে জানতে পারে না। এমনকি বড়রাও কতটা জানি? শিশু-কিশােরদের জানানাের উদ্দেশ্যেই এ উদ্যোগ। এ বইয়ে প্রায় দিবসগুলােকে একত্রিত করার চেষ্টা করছেন লেখক। প্রায় দিবসের তাৎপর্যের সঙ্গে মিল রেখে প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়। যা অনেক গুরুত্বপূর্ণ। সম্ভাব্য ক্ষেত্রে প্রতিপাদ্য বিষয়গুলােকে দেয়া হয়েছে। সবগুলাে দিবস সকল জাতিগােষ্ঠীর জন্য সমান গুরুত্ব বহন করে।
কোন কোন দিবস প্রায় রাষ্ট্র ও দেশ পালন করে। আবার কোন কোন দিবস মুষ্টিমেয় দেশ বা জাতিগােষ্ঠী পালন করে। বইটি বিশেষত শিশু-কিশােরদের কজে আসবে ও জ্ঞানবৃদ্ধিতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।