“রচনাবলী (১২তম খন্ড)” বইয়ের পিছনের কভারের লেখা:
“কাঞ্চন নদীর ধার থেকে যখন বরেন্দ্রভূমির আচক্রবাল মাঠের দিকে পা বাড়ালাম, তখন এমন একটা পৃথিবীকে দেখলাম, যা আমার কল্পনাকে ছাড়িয়ে তরঙ্গিত রাঙা মাটির টিলায় টিলায়। মহাশূন্যতায় অগ্রসর। আর তার ওপর চোখে পড়লাে আমার দেশের মানুষকে। তিন মাসের বেশি তার খােরাকির ধান থাকে না, পাঁচ মাস পরে তার দু’পয়সার লবণ জোটে না। আমার ‘মহাপৃথিবীতে এসে মিশল মহাবুভুক্ষা; লাল মাটির ওপর বৈশাখী ঘূর্ণি আমার চোখে দীর্ঘশ্বাস হয়ে উঠল। বিলিতি অর্কেস্টার বহু যন্ত্রের হার্মনির মতাে। বিচিত্রের অখণ্ডতা যেখানে ধ্বনিত হয়েছে সেই রকম ভাবে একটা সমগ্র মানবতাকে স্পর্শ করতে আমি প্রলুব্ধ হয়ে উঠলাম।”