“আত্মঘাতী রবীন্দ্রনাথ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আমি সারা জীবন রবীন্দ্রনাথের সেই রূপটি ধরিবার চেষ্টা করিয়াছি, মনে হয় অবশেষে হয়তাে ধরিতেও পারিয়াছি। তবে আমার ধারণায় তাহার যে-রূপ আসিয়াছে উহা এক নয়, দ্বিধাবিভক্ত। উহার এক দিক আত্মসমাহিত রবীন্দ্রনাথের, অন্য দিক আত্মঘাতী রবীন্দ্রনাথের। এই দুই রূপের অবিচ্ছিন্নতাই তাহার জীবনের বৈশিষ্ট্য। তিনি স্বজাতির দিক হইতে যে-বিদ্বেষ ও যে-আক্রমণের লক্ষ্য হইয়াছিলেন। তাহা তিনি নিজের আত্মসমাহিত প্রতিভার শক্তিতে সম্পূর্ণ উপেক্ষা করিতে পারিতেন। কিন্তু তিনি তাহা না করিয়া এই দুটির উত্তরে যে-পথ ধরিলেন, তাহাতে তাহার জীবনে বিরামবিহীন দুঃখ আসিল। এই দুঃখ তিনি নিজেই টানিয়া আনিলেন, সেজন্য উহাকে শুধু আত্মনিপীড়ন নয়, আত্মহত্যাই বলা চলে। আমি তাহার জীবনের অতুলনীয় গৌরব ও স্বেচ্ছাবৃত দুঃখের পরিচয় দিতে চাহিতেছি।