“বাইবেল কোরআন ও বিজ্ঞান” বইয়ের পিছনের কভারের লেখা:
বাইবেল কোরআন ও বিজ্ঞান পৃথিবী বিখ্যাত একটি গ্রন্থ। গ্রন্থটি রচনা করেছেন ফ্রান্সের প্রখ্যাত সার্জন, বৈজ্ঞানিক ও গবেষক ডাঃ মরিস বুকাইলি। ফরাসী ভাষায় রচিত তাঁর “লা বাইবেল, লা কোরআন য়েট লা সাইন্স” নামক বইখানি সর্বপ্রথম ১৯৭৬ সালের মে মাসে প্যারিসে প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। ইংরাজী ও আরবি সহ পৃথিবীর বহু ভাষায় বইটি অনুদিত হয়। এই বইয়ে তিনি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা থেকে পাওয়া জ্ঞানের সঙ্গে বাইবেলের বর্ণনার অসঙ্গতি এবং কুরআনের বর্ণনার সঙ্গতি সুন্দরভাবে তুলে ধরেছেন। বিজ্ঞানের এ চরম উৎকর্ষতার যুগে প্রকৃত সত্যকে যারা আবিষ্কার করতে চান এ বইটি তাদের প্রভূত উপকারে আসছে বিধান দুনিয়া জোড়া বইটি ব্যাপকভাবে আলােচিত ও প্রশংসিত হচ্ছে। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব ওসমান গনি এ অসাধারণ গ্রন্থটি বাংলায় অনুবাদ করলে প্রথমে তা কয়েক বৎসর ধরে ধারাবাহিকভাবে মাসিক পৃথিবী পত্রিকায় ছাপা হয়। মরহুম ওসমান গনির সুযােগ্য সন্তান এবং পরিবারবর্গের সানন্দ সম্মতিতে আল কোরআন একাডেমী ঢাকা বইটি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে।