“চিরায়ত পুরাণ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
গ্রিক পুরাণকথা মানবজাতির এক অমূল্য সম্পদ। দেব-দেবী ও মানব-মানবীর বিচিত্র কর্মকাণ্ডে, যুদ্ধসংঘাত-প্রেম-ভালােবাসা-লােভ-হিংসার নানা বিভায় উজ্জ্বল এই কাহিনি পরম্পরা। এটি জন্ম নিয়েছে বহু শতাব্দী আগে ইউরােপ ভূখণ্ডে, আর পুরাে বিশ্বসভ্যতার মর্মকেন্দ্রে লালিত হয়েছে যুগের পর যুগ। চূড়ান্ত বিচারে মানুষই এসব কাহিনির কেন্দ্রে; তার নানা সংগ্রাম, রক্তক্ষয় ও অশ্রুপাত, প্রেম-বিরহের নানা উচ্ছ্বাস ও কারুণ্য, সুখ-দুঃখের দোল-দোলানাে এই পৃথিবীকে করেছে করুণ-রঙিন এক ভূগােল।
এডিথ হ্যামিল্টনের কালজয়ী গ্রন্থ ‘মিথলজি’র ছায়ানুসরণে নতুনভাবে সেই কথাপ্রপঞ্চকে সাজিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কবি খােন্দকার আশরাফ হােসেন। তার নিরুপম গদ্যে তা হয়ে উঠেছে এক অনাস্বাদিতপূর্ব অভিজ্ঞতার নবরসায়ন ।