কোন মানুষের যথার্থভাবে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য সাধারণ বুদ্ধির বিশেষ প্রয়ােজন। সাধারণ বুদ্ধি ছাড়া শিক্ষা ও জ্ঞানের কোনও মূল্যই নেই। সাধারণ বুদ্ধির অর্থ বাস্তব অবস্থাকে যথাযথভাবে অনুধাবন করা এবং সেই অনুসারে যেভাবে কাজ করা উচিৎ- সেভাবে কাজ করা।
চরিত্র মানুষের মহৎ গুণ। চারিত্রিক দৃঢ়তা ব্যক্তিত্বকে সমুজ্জ্বল করে। মনুষ্যত্ববােধ ও নৈতিকতার ভীতকে শক্তিশালী করে। যেকোন ক্ষেত্রে সফলতা প্রাপ্ত করার জন্য চরিত্রের গুরুত্ব অপরিসীম।
ব্যর্থতার আশঙ্কা ব্যর্থতার থেকেও খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমাদের জীবনে ব্যর্থতাই সবচেয়ে দুঃখজনক অভিজ্ঞতা নয়। যে সমস্ত মানুষ চেষ্টা করেন না, তারা প্রথম থেকেই ব্যর্থ হন।
এ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, আমার মনে হয় আমার মেধার প্রায় ২৫ ভাগ আমার জীবনে কাজে লাগাতে পেরেছি। উইলিয়াম জেমস মনে করেন, মানুষ তার সম্ভাবনার কেবলমাত্র ১০ থেকে ১২ ভাগ ব্যবহার করে। বেশিরভাগ মানুষের জীবনের সবচেয়ে দুঃখজনক বিষয় হলাে যে, তাদের জীবনে সম্ভাবনা অবশিষ্ট থাকতেই তারা মৃত্যুমুখে পতিত হন।