ঠিক যে মুহূর্তে এক প্রতিবেশির হাতে জর্জের ভাই নিহত হলেন ঠিক সেই মুহূর্ত থেকে জর্জের নিজের জীবন বিপন্ন হয়ে উঠলাে : কেননা আলবেনিয়ান পাহাড়ে বংশানুক্রমিক খুনের লড়াই চলে কানুন অনুসারে, যেখানে জর্জকে এখন হত্যা করতে হবে তার ভাইয়ের হত্যাকারীকে এবং এরপর থেকে সে। হয়ে পড়বে গৃহহীন। তাকে হত্যার জন্য খুঁজে বেড়াবে এই নতুন নিহতের পরিবার। ওত পেতে থেকে তার ভাইয়ের হত্যাকারীকে গুলি করার পর জর্জ ত্রিশ দিন বেঁচে থাকার অধিকার পেলাে- এই ত্রিশ দিনে পুরাে এপ্রিল মাস দেখে যাওয়া তারপক্ষে সম্ভব নয়। যখন মৃতের কৃত্যানুষ্ঠান, শােক এবং অন্ত্যেষ্টিক্রিয়া ঐতিহ্যগত ভাবগাম্ভির্য নিয়ে পালিত হচ্ছিলাে তখন সেই গ্রামে মধুচন্দ্রিমায় এলেন এক নবদম্পতি, তারা এসেছেন পাহাড়ি মানুষের জীবন যাপন সম্পর্কে জানতে। নববধূ জর্জের প্রতি দুর্বল হয়ে পড়লেন, এবং এমনকি এই ‘সভ্য’ ভিনদেশিরাও এখানে এসে জড়িয়ে পড়লেন সেই ভয়ানক বংশানুক্রমিক দ্বন্দ্বে।