“বিডিএমও প্রস্তুতি” বইয়ের ভূমিকা:
দেখতে দেখতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এক যুগেরও বেশি সময় পার করে ফেললাে। ২০০১ সালে নিউরনে অনুরণন শুরু করার সময় আমাদের উদ্দেশ্য ছিল সাদামাটা। কাজ করতে গিয়ে আমরা প্রথমেই অভাব বােধ করেছি গণিতের বইয়ের পাঠ্যপুস্তকের বাইরে গণিতের যে বিশাল জগৎ তার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের তেমন কোন যােগাযােগই নেই। শুরু হল দেশ-বিদেশ থেকে গণিতের বই সংগ্রহ করে সেগুলাে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের গণিতবিদ ও শিক্ষাবিদরা লিখতে শুরু করলেন বাংলায় গণিতের বই। গণিত অলিম্পিয়াডের প্রথম দশকে আমাদের প্রচেষ্টা ছিল গণিতকে জনপ্রিয় করে, গণিতের প্রতি আগ্রহি করে তােলে, এমন বই প্রকাশ করা। এর মধ্যে আস্তে আস্তে আমাদের শিক্ষার্থীদের মানও বাড়তে শুরু করে। আমাদের গণিত অলিম্পিয়াডের সমস্যাগুলাে সহজ গণণা থেকে ধারণা ও বিশ্লেষনের প্রতি আগাত থাকলাে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডেও আমরা কিছুটা হলেও সাফল্য পেতে শুরু করলাম। কাজেই গণিতের বইয়ের ব্যাপারেও আমাদের আগাতে হল মজার গণিত থেকে বের হয়ে গাণিতিক সমস্যা সমাধানের কৌশল এবং এর পাশাপাশি গণিতের বিভিন্ন বিষয়বস্তুকে সহজ ভাষায় তুলে ধরার বইয়ের দিকে। “BDMO প্রস্তুতি” এই বইটি সেই প্রচেষ্টারই ফসল। বইটিতে অলিম্পিয়াডের নানান সমস্যা সমাধানের জন্য যা যা প্রযােজন তার একটি নির্দেশনা রয়েছে। রয়েছে প্রচুর উদাহরণ এবং অনুশীলন করার জন্য নানা সমস্যা। সব মিলিয়ে যারা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে ভাল করে আন্তর্জাতিক গণিত অলিম্পয়াডে অংশ নিতে আগ্রহি, এই বইটি তাদের প্রস্তুতিতে খুবই সহায়ক। এই বইটি জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপযােগী করে লেখা। সেভাবেই বিষয়বস্তুকে সাজানাে হয়েছে। জোর দেওয়া হয়েছে নাম্বার থিওরির বিভিন্ন বিষয়, জ্যামিতি ও কম্বিনেটরিক্সে। আমাদের দেশের স্কুল পর্যায়ের সিলেবাসে সংখ্যাতত্ত্বের খুব একটা জায়গা নেই। একইভাবে আমাদের দেশের সিলেবাসে জ্যামিতি এখনাে আটকে আছে উপপাদ্যের প্রমাণ মুখস্ত করাতে। সেটির প্রয়ােগের ব্যাপারটা এখনাে মুখ্য হয়নি এদেশে। যদিও আন্তর্জাতিক আঙ্গিনায় কয়েক দশক ধরে সেই পরিবর্তন হয়ে গেছে। এই বইটিতে তারও একটি ধারণা পাওয়া যাবে। তবে, সবকিছু ছাপিয়ে এই বইটি হবে গাণিতিক সমস্যা সমাধানের একটি বড় হাতিয়ার যা শিক্ষার্থীকে কেবল অলিম্পিয়াড সমস্যা সমাধানে সহায়তা করবে না, বরং তাকে গণিতের রস আস্বাদনেও প্রভূত সহায়তা করবে।