কাহিনী সংক্ষেপ: অদিতির বাবা খুন হন। প্রাথমিক তদন্ত্মে বেরিয়ে আসে অদিতির বন্ধু সাগরের নাম। কিন্তু আদৌ কি সাগর অদিতির বাবার খুনি? তাহলে প্রকৃত খুনি কে? খুনের সঙ্গে সম্পৃক্ততার আভাস পেয়ে পুলিশ গ্রেপ্তার করে জালালকে। কে এই জালাল? কেন সে অদিতিদের বাসায় যাতায়াত করত? একদিন জালাল প্রকাশ করে প্রকৃত খুনির পরিচয়। মাথায় আকাশ ভেঙে পড়ে অদিতির। তার ভালোবাসার পৃথিবী তছনছ হয়ে যায়। কোনো এক মধ্যরাতে ধর্ষণের শিকার হয় অদিতি। এরপর কেটে যায় বহুদিন, বহু মাস। অদিতি ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে সে জানতে পারে….