মাতৃভাষাও যত্ন করে শিখতে হয়। যার যার ভাষা তার তার কাছে তা সব চেয়ে ভালাে, সব চেয়ে প্রিয়, সব চেয়ে আনন্দের। টলস্টয়ের গল্পে মাকে-খুঁজে-না পাওয়া ছােট্ট ছেলেটিকে লােকে যখন জিজ্ঞেস করল, তােমার মা দেখতে কেমন’, তখন সে বলেছিল, সব চেয়ে সুন্দর। আমাদেরও অনেক ভাষার। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যদি প্রশ্ন করা হয় তােমাদের ভাষাটি কেমন’ আমরাও ওই । ছােট্ট ছেলেটির মতােই বলব, সব চেয়ে সুন্দর। মায়ের মতােই মাতৃভাষা। মায়ের মতােই তা সব চেয়ে সুন্দর।