‘জলছবির সিংহ’ বইয়ের কিছু কথাঃ
শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে ঝগড়াটা দেখল রঞ্জন। মানিব্যাগ হাতে নিয়ে ভদ্রলোক ক্রমাগত মাথা নেড়ে চলেছেন কিন্তু ড্রাইভার হেসে যাচ্ছে। ভদ্রলোক চিৎকার করলেন, ‘এই মিটার জাল, তুমি দিনদুপুরে ডাকাতি করছ!’ ড্রাইভার বলল, ‘আপনাকে তো বললাম এই গাড়ি আজ প্রথম চালাচ্ছি আর আমাকে বলা হয়েছে সব কিছু ঠিক আছে’।
গজগজ করতে করতে ভদ্রলোক ভাড়া মিটিয়ে দিলে ট্যাক্সিটা চলে গেল। রঞ্জনকে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক বললেন, ‘দেখলেন কাণ্ড৷ কলকাতা শহরে বুক ফুলিয়ে ডাকাতি করে চলেছে এরা’।
‘কী হয়েছে?’
‘আরে ভাই, মেট্রো থেকে এই পর্যন্ত আমি রোজ ট্যাক্সিতে আসি। সর্দারাজির ট্যাক্সি হলে ওঠে বাইশ টাকার মতো। বাঙালি বা বিহারীর হলে ওটা চব্বিশ হয়। গায়ে মাখি না। এঁর ট্যাক্সিতে মিটার অনুযায়ী দিতে হল আঠাশ টাকা অথচ কোথাও গাড়ি আটকায়নি, সব কটা সিগন্যাল খোলা ছিল।’
‘ওকে পুলিশের হাতে তুলে দিলেন না কেন?’
‘এখানে পুলিশ কোথায়? পুলিশ মানে তো হাজার ঝামেলা।’ বলতে বলতে ভদ্রলোক চলে গেলেন।…