“আত্মপ্রকাশ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
স্বপ্নের জগতে সুনীল গঙ্গোপাধ্যায়। কোন বইমেলায় কবিতা উৎসব আড্ডায় হাসতে দেখা যাবে না-প্রিয় দাদাকে। দাদা। নাই অথচ রেখে গেছেন তাঁর সৃষ্টি তাঁর সাহিত্য কর্ম। সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব খুব কাছে থেকেও অনেকেই বুঝতে পারেননি সুনীল সাগরের কূল কিনারা। তাঁকে জানার জন্য প্রয়ােজন তাঁর সৃষ্টিকে জানা। ভালবাসা। বাংলা সাহিত্যে আর একজন সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হবে কি-না জানি না। হয়তাে হবে। হয়তাে না। তবে এটুকু বলতে পারি বাংলাদেশের এই কৃতি সন্তান দেশ ভাগের পর কলকাতায় গিয়ে যেভাবে পাল্টিয়ে দিয়েছিলেন তাঁর জীবন। ঠিক তেমনিভাবে যেকোন মানুষের জীবন পাল্টাতে পারে। সুনীল সাহিত্যকর্ম। তাঁর লেখা ‘আত্মপ্রকাশ’ এমনই সৃষ্টি। আত্মপ্রকাশ’ তাঁর প্রথম উপন্যাস। এক জীবনে মানুষ কত কি যে করতে পারে ইচ্ছে অনিচ্ছে করতে পারে। বন্ধুর জন্য বন্ধু কতটুকু করতে পারে তার জীবন্ত সাক্ষী আত্মপ্রকাশ। বন্ধুর তুলনা শুধু বন্ধু। আবিষ্কার তার পাঠকের কাছে বাংলা ও অন্যান্য ভাষার সেরা লেখকদের প্রথম উপন্যাস পৌছে দেয়ার অঙ্গীকার করে। একাজে সর্বাগ্রে সহযােগিতার হাত বাড়িয়ে দেন সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার আবিষ্কারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ।