“ইতিহাসের আলোকে ধর্মপূজা যৌনপূজা” বইটির ‘প্রাককথন’ অংশ থেকে নেয়াঃ
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ২০০৮ যিশুসালের অমর একুশের বইমেলায় ‘যৌনপূজা যুগে যুগে’ শিরােনামে। সে বছরই এর প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যায়। কিন্তু দুঃখের সঙ্গে ব্যক্ত করতে হচ্ছে যে, পাঠকের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাবাজারের একটি কুচক্রি মহলের অপতৎপরতার কারণে গত ছ’ বছর এ গ্রন্থটি কোনাে প্রকাশক পুনর্মুদ্রণে সম্মত হয়নি। শেষ পর্যন্ত জার্মান প্রবাসী লেখক সুলতানা আজীমের প্রচেষ্টায় ‘মহাকাল’ এ গ্রন্থের নতুন সংস্করণ প্রকাশে সম্মত হয়। মহাকাল-এর প্রকাশক মাে. মনিরুজ্জামানের এ সাহসী উদ্যোগকে সাধুবাদ জানাই। ‘যৌনপূজা যুগে যুগে’র এই নব সংস্করণে বেশ কিছু পরিবর্তন, পরিবর্ধন ও সংযােজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে এর শিরােনাম : ইতিহাসের আলােকে ধর্মপূজা যৌনপূজা। এ গ্রন্থের কোনাে অংশ বা সম্পূর্ণ গ্রন্থটি লেখকের অনুমতি ছাড়া পুনর্মুদ্রণ করা যাবে না। তবে বিজ্ঞানমনস্ক জ্ঞানচর্চা বিষয়ক রচনা ও কুসংস্কর বিরােধী আলােচনায় কোনাে কোনাে অংশ স্বীকারােক্তিসহ উদ্ধৃত ও অনুবাদ করা যাবে।