জাকির তালুকদার বাংলাদেশের দায়িত্বশীল কথাসাহিত্যের একটি বিশিষ্ট নাম। গল্প এবং উপন্যাস কাজের প্রধান ক্ষেত্র হলেও গবেষণা, অনুবাদ এবং প্রবন্ধসাহিত্যেও উল্লেখযোগ্য রচনা রয়েছে তাঁর । আধুনিক গল্পবিশ্বের নিরীক্ষা মিলিয়ে নির্মাণ করেছেন তাঁর নিজস্ব ধারার কথাসাহিত্য। তাঁর গল্প – উপন্যাস পাঠ্য তাই এক স্বতন্ত্র সাহিত্য অভিজ্ঞতা। বেশ ক’বছর পর বেরুলো তাঁর গল্পের বই ।