কাহিনী সংক্ষেপ : স্কুলে নতুন একজন ছাত্র ভর্তি হয়েছে। তার নাম জনি। সবাই তাকে ডাকে লম্বু জনি। কারণ জনি বিরাট লম্বা। লম্বু জনির একটা বদভ্যাস আছে। সে ঘনঘন স্কুল বদলায়। কিন্তু কেন বদলায় কেউ জানে না। শুরম্ন হয় তদন্ত্ম। তদন্ত্মে কী বেরিয়ে আসে? কী কারণে ঘনঘন স্কুল বদলায় লম্বু জনি? একদিন পত্রিকায় জনির ছাপা হয়। কী করেছে সে? কেন তাকে নিয়ে পত্রিকায় এতোকিছু লেখা হয়? এলাকার মানুষের কাছে সেলিম বখাটে আর মাস্ত্মান হিসেবে পরিচিত। এই সেলিম লম্বু জনিকে মারতে চায়। কেন? সেলিমকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডাক্তার বলেছে তার পা কেটে ফেলে দিতে হবে। সেলিম লম্বু জনির কাছে ÿমা চায়। জনি তাকে কথা দেয় তার পা সুস্থ করে তুলবেই। কিন্তু কীভাবে? হাসপাতালে সেলিমের রম্নমে আগুন লাগে। সেলিম আটকা পড়ে। লম্বু জনি এগিয়ে যায় সেলিমকে উদ্ধার করতে। তারপর….।